ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৩, ১৫ নভেম্বর ২০২৫  
ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ৬

ইন্দোনেশিয়ার মধ্য জাভায় ভূমিধসে ছয়জন নিহত এবং ১৭ জন নিখোঁজ হয়েছে। শনিবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আন্তারা এ তথ্য জানিয়েছে।

দুর্যোগ কর্মকর্তা বুদি ইরাওয়ানের বরাত দিয়ে আন্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার সিলাকাপ শহরে ভূমিধসে সিবেউনিং গ্রামের এক ডজন বাড়ি মাটিচাপা পড়ে।

ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা এই কর্মকর্তা বলেন, “আমরা আরো তিনটি মৃতদেহ পেয়েছি, আর মাত্র ১৭ জনকে খুঁজে পাওয়া বাকি। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি।”

বুদি জানান, উদ্ধারকারীদের জন্য স্থানটি চ্যালেঞ্জিং ছিল। কারণ ক্ষতিগ্রস্তরা ৩ থেকে ৮ মিটার গভীরে চাপা পড়েছেন।

জানুয়ারিতে দক্ষিণ-পূর্ব এশীয় দেশটির মধ্য জাভার আরেকটি শহর পেকালোঙ্গানে মুষলধারে বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ২৫ জন নিহত হন।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়