যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের আবেদন নেওয়া শুরু
যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য ‘গোল্ড কার্ড’ ভিসার আবেদন নেওয়া শুরু হয়েছে। অবশ্য এর জন্য আবেদনকারীকে ১০ লাখ ডলার খরচ করতে হবে। বৃহস্পতিবার বিবিসি এ তথ্য জানিয়েছে।
বুধবার থেকে গোল্ড কার্ড ভিসার জন্য আবেদন করা যাচ্ছে।
গোল্ড কার্ড ভিসার সূচনা করে ট্রাম্প বলেন, এই কার্ড “যোগ্য এবং যাচাইকৃত ব্যক্তিদের জন্য নাগরিকত্বের সরাসরি পথ প্রদান করবে। খুবই উত্তেজনাপূর্ণ! আমাদের মহান আমেরিকান কোম্পানিগুলি অবশেষে তাদের অমূল্য প্রতিভা ধরে রাখতে পারবে।”
গোল্ড কার্ডের বিষয়টি চলতি বছরের শুরুতে প্রথম ঘোষণা করা হয়েছিল। এটি এমন একটি মার্কিন ভিসা যা সেসব ব্যক্তিকে প্রদান করা হবে যারা প্রমাণ করতে পারবে যে তারা যুক্তরাষ্ট্রকে ‘যথেষ্ট সুবিধা’ প্রদান করবে।
এই ভিসা প্রকল্পের ওয়েবসাইটে বলা হয়েছে, গোল্ড কার্ড প্রকল্পটি ‘রেকর্ড সময়ের মধ্যে’ মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসের প্রতিশ্রুতি দেয় এবং এর জন্য ১০ লাখ ডলার ফি প্রয়োজন হবে। কর্মীদের স্পনসরকারী ব্যবসাগুলোকে অতিরিক্ত ফি সহ ২০ লাখ ডলার দিতে হবে। ‘প্ল্যাটিনাম’ নামে কার্ডের আরেকটি সংস্করণ থাকছে, যা বিশেষ কর ছাড় প্রদান করবে। এর জন্য গুনতে হবে ৫০ লাখ ডলার।
ওয়েবসাইটে আরো বলা হয়েছে, প্রত্যেক আবেদনকারীর পরিস্থিতির উপর নির্ভর করে সরকার অতিরিক্ত ফি নিতে পারে। আবেদন পর্যালোচনা করার আগে ব্যক্তিদের ১৫ হাজার ডলার প্রসেসিং ফিও দিতে হবে যা ফেরতযোগ্য নয়।
ঢাকা/শাহেদ