ঢাকা     রোববার   ০৮ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩১

রেমালের প্রভাবে সাতক্ষীরায় ঝড়বৃষ্টি শুরু

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৮, ২৬ মে ২০২৪  
রেমালের প্রভাবে সাতক্ষীরায় ঝড়বৃষ্টি শুরু

প্রতীকী ছবি

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সাতক্ষীরায় ঝড়বৃষ্টি শুরু হয়েছে। একইসঙ্গে উপকূলীয় এলাকার নদ-নদীর পানি স্বাভাবিকের চেয়ে ৪-৫ ফুট বৃদ্ধি পেয়েছে। এতে জরাজীর্ণ বেড়িবাঁধ নিয়ে উপকূলবাসী এক ধরনের অজানা আতঙ্কে রয়েছেন।

স্থানীয়রা জানান, রেমালের প্রভাবে সাতক্ষীরায় দুপুরের পর থেকেই বৃষ্টি শুরু হয়। সেই সঙ্গে বইছে তীব্র বাতাস। জেলার সব নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। যেকোনো সময় বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সাতক্ষীরার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

শাহীন/কেআই

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়