ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নুরের বিরুদ্ধে সংগীতশিল্পীর মামলা, প্রতিবেদন ৬ জুন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৭, ২০ এপ্রিল ২০২১   আপডেট: ১৬:২৮, ২০ এপ্রিল ২০২১
নুরের বিরুদ্ধে সংগীতশিল্পীর মামলা, প্রতিবেদন ৬ জুন

নুরুল হক নুর (ফাইল ছবি)

ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামি ৬ জুন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (২০ এপ্রিল) মামলার এজাহার আদালতে আসে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী তা গ্রহণ করে প্রতিবেদন দাখিলের এ তারিখ ঠিক করেন।

এরআগে সোমবার (১৯ এপ্রিল) রাজধানীর পল্টন থানায় মামলাটি দায়ের করেছেন সংগীতশিল্পী ইলিয়াস হোসেন।

মামলায় বাদী অভিযোগ করেন, নুর  ১৪ এপ্রিল রাতে ফেসবুক লাইভে শুধু আওয়ামী লীগ নেতাকর্মীদের নয়, ধর্মপ্রাণ মুসলমানদেরও অনুভূতিতে আঘাত করেছেন।

এরআগে ১৮ এপ্রিল একই অভিযোগে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার মো. আশরাফুল ইসলাম সজিব শাহবাগ থানায় আরও একটি মামলা দায়ের করেন।


 

ঢাকা/মামুন/এনই/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়