ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পরীমনির নিরাপত্তায় পুলিশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৯, ১৪ জুন ২০২১   আপডেট: ১৯:২৩, ১৪ জুন ২০২১
পরীমনির নিরাপত্তায় পুলিশ

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনির বনানীর বাসার নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সোমবার (১৪ জুন) সকালের পর থেকে তার বাসায় বাড়তি নিরাপত্তার জন্য পুলিশের একটি টিম সার্বক্ষণিক রাখা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।  এর আগে রোববার (১৩ জুন) এক সংবাদ সম্মেলনে পরীমনি নিজের জীবন নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ করেন এই নায়িকা।

আরো পড়ুন:

দুপুরে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আজম মিয়া রাইজিংবিডিকে বলেন, পরীমনির বাসার সার্বিক নিরাপত্তার তদারকিতে চার সদস্যের একটি টিম সেখানে রাখা হয়েছে। একই সঙ্গে বাসার আশপাশে নিরাপত্তাও নজরদারিতে আনা হয়েছে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে পরীমনি বনানীর বাড়িতে বসবাস করে আসছেন।  সোমবার সকালে নিরাপত্তা জোরদার করা হয়।

এর আগে রোববার সন্ধ্যায় পরীমনি তার নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের জানান, তিনি ‘ধর্ষণ ও হত্যা চেষ্টা’র শিকার হয়েছেন।  পাশাপাশি গত ৪ দিন ধরে এ বিষয়টি নিয়ে নানা জনের কাছে গেলেও কেউ বিন্দুমাত্র সহযোগিতা করেনি। 

এর আগে রোববার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ এনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচার দাবি করেন পরীমণি। এরপর রাত সাড়ে ১০টায় তার বনানীর বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত জানান তিনি।

/মাকসুদ/এসবি/

সর্বশেষ

পাঠকপ্রিয়