ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হেলেনা জাহাঙ্গীরের বাসায় র‌্যাবের অভিযান

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৯, ২৯ জুলাই ২০২১   আপডেট: ২২:১৫, ২৯ জুলাই ২০২১
হেলেনা জাহাঙ্গীরের বাসায় র‌্যাবের অভিযান

আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান চালাচ্ছে র‌্যাব।

বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত ৮টার পর গুলাশানে তার বাসায় অভিযান শুরু করা হয়। রাত সোয়া ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান চলছিল।

আরো পড়ুন:

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক ইমরান খান এ তথ‌্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘র‌্যাবের একটি দল হেলেনা জাহাঙ্গীরের বাসায় গেছে। পরে বিস্তারিত জানানো হবে।’

সম্প্রতি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটির সদস্য পদ হারান হেলেনা জাহাঙ্গীর। জয়যাত্রা গ্রুপের কর্ণধার হেলেনা জাহাঙ্গীর নিজেকে আইপি টিভি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি হিসেবে পরিচয় দেন। সম্প্রতি ফেসবুকে ‘বাংলাদেশ আওয়ামী লীগ চাকরিজীবী লীগ’ নামের একটি সংগঠনের সভাপতি হিসেবে হেলেনা জাহাঙ্গীরের নাম আসে। তা নিয়ে সংবাদমাধ‌্যম ও সামাজিক যোগাযোগ মাধ‌্যমে আলোচনা-সমালোচনা চলছে।

ঢাকা/মাকসুদ/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়