ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সেই নুরুলের তিন ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৮, ৩০ জানুয়ারি ২০২৩  
সেই নুরুলের তিন ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

আমদানি-রপ্তানি ব্যবসার আড়ালে মাদকের কারবার করে রাজধানীতে পাঁচটি বাড়িসহ বিপুল সম্পদের মালিক বনে যাওয়া নুরুল ইসলামের তিনটি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৩০ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান এ নির্দেশ দেন।

এদিন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মনিরুজ্জামান অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে দুটি বেসরকারি ব্যাংকের শ্যামলী শাখায় নুরুল ইসলাম ও তার প্রতিষ্ঠানের নামে খোলা তিনটি ব্যাংক হিসাব জব্দের আবেদন করেন। আদালত ওই আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন৷

সংশ্লিষ্ট আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, র‌্যাব ২০২১ সালে মাদক ও জাল টাকার মামলায় নুরুল ইসলামকে গ্রেপ্তার করে। পরে র‍্যাব তার বিরুদ্ধে অনুসন্ধানের জন্য সিআইডিকে চিঠি দেয়।

সেই চিঠির পরিপ্রেক্ষিতে ১৫ মাস অনুসন্ধান করে সিআইডি ঢাকার মোহাম্মদপুর ও আদাবর এলাকায় নুরুলের পাঁচটি বাড়িসহ ১৩ কোটি টাকার সম্পদের তথ্য পায়।

অনুসন্ধানে দেখা যায়, ২০০৯ সালের আয়কর বিবরণীতে তার কোনো স্থাবর সম্পত্তির তথ্য ছিল না। অস্থাবর সম্পত্তি ছিল সাড়ে ৮ লাখ টাকার। ১১ বছর পর তার স্থাবর ও অস্থাবর সম্পত্তি মিলে ৯ কোটি ৯৪ লাখ ৫ হাজার ৬৩১ টাকা দেখানো হয়েছে। ২০২১ সালে তার স্ত্রী রাজিয়া সুলতানার সম্পদ দেখানো হয়েছে ৩ কোটি ৫১ লাখ ৩৬ হাজার ৫১ টাকা।

২০০১ সালে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ শুরু করলেও ২০০৯ সালে তা ছেড়ে দেন নুরুল ইসলাম। এর পর থেকে ১৪ বছরে মোহাম্মদপুর ও আদাবরে পাঁচটি বাড়ির মালিক হয়েছেন তিনি।

মূলত ইয়াবা ব্যবসার টাকা বৈধ করতেই নুরুল আমদানি-রপ্তানি ব্যবসার কাগুজে প্রতিষ্ঠান খোলেন। নুরুল ও তার স্ত্রীর নামে মোট ১১টি ব্যাংক হিসাব থাকার তথ্য পেয়েছে পুলিশ। এসব হিসাবে গত এক যুগে ১৩ কোটি টাকা লেনদেন হয়েছে। তবে, ইতোমধ্যে মাদক ও জাল টাকার মামলায় নুরুল ইসলাম জামিন পেয়েছেন। 

মামুন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়