ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাকার বায়ুদূষণ রোধে পদক্ষেপ কী, জানতে চান হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০০, ৩১ জানুয়ারি ২০২৩   আপডেট: ২১:৩০, ৩১ জানুয়ারি ২০২৩
ঢাকার বায়ুদূষণ রোধে পদক্ষেপ কী, জানতে চান হাইকোর্ট

আদালতের নির্দেশনা অনুযায়ী ঢাকার বায়ু দূষণ রোধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ৫ ফেব্রুয়ারি পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের জবাব দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

পরিবেশ অধিদপ্তরের আইনজীবী আমাতুল করিমের উদ্দেশে আদালত বলেন, নির্দেশনা বাস্তবায়নে বার বার আপনাদের ডাকতে হয়। আমরা নিজেরাই লজ্জা পাচ্ছি। বায়ুদূষণ রোধে কী পদক্ষেপ নিয়েছেন, তা আগামী ৫ ফেব্রুয়ারি জানাবেন। আপনারা কি আমাদের সবার ক্ষতি করতে চান?

রিটের পক্ষের আইনজীবী মনজিল মোরসেদ বলেন, আদালতের নির্দেশনা বাস্তবায়ন চেয়ে আমরা একটি আবেদন করেছিলাম। সেই আবেদনের শুনানি নিয়ে আদালত পরিবেশ অধিদপ্তর, সিটি কর্পোরেশনসহ সব পক্ষের কাছে জানতে চেয়েছেন।

ঢাকার বায়ুদূষণ রোধে উচ্চ আদালতের যে নয় দফা নির্দেশনা রয়েছে, তা বাস্তবায়নের নির্দেশনা চেয়ে গতকাল হাইকোর্টে আবেদন করেন আইনজীবী মনজিল মোরসেদ।

মামুন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়