ঢাকা     বুধবার   ২২ মার্চ ২০২৩ ||  চৈত্র ৯ ১৪২৯

সিজেএম আদালতে আগুন: হচ্ছে তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৩, ৭ ফেব্রুয়ারি ২০২৩  
সিজেএম আদালতে আগুন: হচ্ছে তদন্ত কমিটি

ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত ভবনে মামলার আলামত রাখার কক্ষে (মালখানা) অগ্নিকাণ্ড ঘটেছে। তবে, এতে কেউ হতাহত হয়নি। আগুন লাগার কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল করিম।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে রেজাউল করিম বলেন, আমরা দুপুর ১টা ১৫ মিনিটে খবর পাই, ঢাকা চিফ জুডিসিয়াল আদালতের বেজমেন্টে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১টা ২৭ মিনিটে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এসে ২টা ১২ মিনিটে আগুন নেভায়।

তিনি বলেন, আগুন লাগার কারণ এবং ক্ষতির পরিমাণ জানতে তিন থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করব।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম জানিয়েছেন, ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আগুন লাগার পরপরই এ ভবনের দ্বিতীয় তলার হাজতখানায় থাকা আসামিদের বের করে নিরাপদ স্থানে নিয়ে যায় পুলিশ।

মামুন/রফিক

সর্বশেষ