ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কোটাবিরোধী আন্দোলনে সংঘর্ষে বাড্ডায় নিহত ১

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৯, ১৮ জুলাই ২০২৪   আপডেট: ১৭:৪২, ১৮ জুলাই ২০২৪
কোটাবিরোধী আন্দোলনে সংঘর্ষে বাড্ডায় নিহত ১

দেশব্যাপী কোটাবিরোধী আন্দোলনকারীদের পূর্বঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলছে। কর্মসূচি চলাকালে রাজধানীর বাড্ডায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

নিহত ব্যক্তির নাম দুলাল মাতবর। পঞ্চাশোর্ধ ওই ব্যক্তি মাইক্রোবাস চালক বলে জানা গেছে। 

আজ বৃহস্পতিবার সকালে মেরুল বাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটির সামনে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় রাস্তায় গুলিবিদ্ধ হলে তাকে দ্রুত বনশ্রীর ফরাজী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ফরাজী হাসপাতালের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. রুবেল হোসেন বলেন, ‘দুলাল মাতবর নামে ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার বুকে গুলি লেগেছে।’

হাসপাতাল সূত্রে জানা যায়, দুলাল মাতবরের বাড়ি পটুয়াখালী। মৃত অবস্থায় হাসপাতালে নেওয়ার কারণে তাকে ভর্তি নেওয়া হয়নি। ঘটনার পর তার মরদেহ আত্মীয়-স্বজন এসে নিয়ে গেছেন। 

সংঘর্ষের ঘটনায় আহত আরো অনেককে ফরাজী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রুবেল হোসেন। 

মাকসুদ/তারা

সর্বশেষ

পাঠকপ্রিয়