ঢাকা     মঙ্গলবার   ১০ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৬ ১৪৩১

সারা দেশে ৩৬১ থানার কার্যক্রম চালু

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৩, ১০ আগস্ট ২০২৪   আপডেট: ১০:৫০, ১০ আগস্ট ২০২৪
সারা দেশে ৩৬১ থানার কার্যক্রম চালু

সারা দেশে ৩৬১টি থানার কার্যক্রম চালু করা হয়েছে। 

শুক্রবার (৯  আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ১১০টি মেট্রোপলিটন থানার মধ্যে ৭০টি এবং রেঞ্জের ৫২৯টি থানার মধ্যে ২৯১টি, মোট ৩৬১টি থানার কার্যক্রম চালু হয়েছে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর দেশজুড়ে থানাসহ পুলিশের স্থাপনাগুলোতে একের পর এক হামলা শুরু হয়। এর আগেও ছাত্র–জনাতার ওপর গুলি চালানোর প্রেক্ষিতে অল্প কয়েকটি থানায় আক্রমণ হয়েছিল। তবে প্রধানমন্ত্রীর পদত্যাগের পর থেকে নির্বিচারে আক্রমণ হতে থাকে থানায়, ভাঙচুর-লুটপাটও চলে অনেক থানায়। এসব হামলায় বহুসংখ্যক পুলিশ হতাহত হলে অন্যরা নিরাপদে সরে যেতে থাকেন। গা ঢাকা দেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। এতে ভেঙে পড়ে দেশের পুলিশি ব্যবস্থা।

বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) দায়িত্ব পাওয়া মো. ময়নুল ইসলাম বাহিনীর সদস্যদের কাজে ফিরতে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলেন।


সর্বশেষ

পাঠকপ্রিয়