ঢাকায় বিজিবির টহল জোরদার
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৪:৪৬, ১০ আগস্ট ২০২৪
আপডেট: ১৪:৪৭, ১০ আগস্ট ২০২৪
জননিরাপত্তা হানিকর কর্মকাণ্ড প্রতিরোধে ঢাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে।
শনিবার (১০ আগস্ট) দুপুরে বিজিবি সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, রাজধানীতে ডাকাতিসহ লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা থেকে সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
তিনি জানান, জরুরি প্রয়োজনে বিজিবির ফেসবুক পেইজে নির্দিষ্ট এলাকার কর্মকর্তার নম্বর দেওয়া আছে। সেখানে কোন ভুক্তভোগী দ্রুত যোগাযোগ করে এই সেবা নিতে পারবেন। যতদিন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হবে ততদিন এ টহল অব্যাহত থাকবে।
মাকসুদ/টিপু