ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাসা থেকে ৩ কোটি টাকা পাওয়া সেই সাবেক সচিব গ্রেপ্তার 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৭, ১৮ আগস্ট ২০২৪   আপডেট: ০৮:৩৮, ১৮ আগস্ট ২০২৪
বাসা থেকে ৩ কোটি টাকা পাওয়া সেই সাবেক সচিব গ্রেপ্তার 

সাবেক সিনিয়র সচিব শাহ কামাল (ছবি: সংগৃহীত)

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল।

শনিবার (১৭ আগস্ট) রাতে রাজধানীর মহাখালী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ওই সচিবের বাসা থেকে তিন কোটির বেশি টাকা ও বিদেশি মুদ্রা জব্দ করা হয়।

ডিএমপির গণসংযোগ বিভাগ থেকে পাঠানে এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মহাখালী থেকে সাবেক এই সচিবকে গ্রেপ্তার করা হয়। বাসা থেকে টাকা উদ্ধার হওয়ার পর তিনি আত্মগোপনে ছিলেন।

এর আগে শুক্রবার (১৬ আগস্ট) শাহ কামালের মোহাম্মদপুরের বাবর রোডের বাসায় অভিযান চালিয়ে ৩ কোটি এক লাখ টাকা ও ১০ লাখ টাকা মূল্যের বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়।

মাকসুদ/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়