ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৩৬ জুলাই উদযাপন 

মানিক মিয়া অ্যাভিনিউয়ে নিশ্ছিদ্র নিরাপত্তা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৬, ৫ আগস্ট ২০২৫  
মানিক মিয়া অ্যাভিনিউয়ে নিশ্ছিদ্র নিরাপত্তা

ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় মানিক মিয়া অ্যাভিনিউতে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউয়ের উভয় পাশে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। চার পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। অনুষ্ঠানস্থলে প্রবেশের আগে একাধিক স্তরে তল্লাশি করা হচ্ছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, মানিক মিয়া অ্যাভিনিউয়ের এ অনুষ্ঠানে বড় জমায়েত হবে। ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক লোক আসবে। সেখানে যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব না হয়, সেজন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

বিকেল ৫টায় সব রাজনৈতিক দলের প্রতিনিধি, জুলাই শহীদ পরিবারের প্রতিনিধি ও আহত যোদ্ধাদের উপস্থিতিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। বাংলাদেশ টেলিভিশন ও বেতারসহ অন্যান্য গণমাধ্যম অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।

* সকাল ১১টায় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে শুরু হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
* বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন।
* সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে বিশেষ ড্রোন শো।
* রাত ৮টায় জনপ্রিয় ব্যান্ডদলের পরিবেশনার মাধ্যমে দিনের কর্মসূচির সমাপ্তি ঘটবে।

ঢাকা/এমআর/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়