ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৭, ৬ আগস্ট ২০২৫  
২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার

ছবি: ডিএমপি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার (৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মাদ তালেবুর রহমান।

আরো পড়ুন:

‎গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন-জাতীয় শ্রমিকলীগ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি এবং ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ব্যাপারী (৬২), ওয়ারী থানার সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা (৪২), ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ খান (৫৪), তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান পলাশ (৪৯), সাবেক রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও রাজবাড়ী থানা ছাত্রলীগের সহ-সভাপতি মো, মোক্তার হোসেন সোহান (৩৩), ঝালকাঠি জেলার নলছিটি পৌরসভা দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আলম হাওলাদার (৫০), চট্টগ্রাম জেলা সীতাকুণ্ড থানার এক নম্বর সৈয়দপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন মিঠু (৪৮), খিলগাঁও থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক উদয়ন শার্নাল মাধব ও ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. রিপন (৩৮)।

মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৮ জনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং মো. রিপনকে খিলগাঁও থানা পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঢাকা/মাকসুদ/সাইফ 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়