ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বংশালে তরুণের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

মেডিকেল প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০২, ২৬ অক্টোবর ২০২৫  
বংশালে তরুণের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

ঢাকার বংশালের আগামসিলেন এলাকার একটি বাসা থেকে মোহাম্মদ সজিব (১৯) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (২৫ অক্টোবর) বিকেলে এক পরিচিত তরুণীর ডাকে সজিব ওই বাসায় যান। সেখানে মারধরে তার মৃত্যু হয়।  

বংশাল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ দুলাল হক জানান, বিকেলে ৯৯৯ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ওই বাসার চতুর্থ তলার সিঁড়ি থেকে গলায় জিআই তার প্যাঁচানো অবস্থায় সজিবের মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে রাত সাড়ে ১০টার দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এসআই দুলাল হক বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, সজিব ও ওই পরিবারের এক মেয়ের মধ্যে দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তবে উভয় পরিবারের কেউই সম্পর্কটি মেনে নেয়নি। এ নিয়ে সম্প্রতি তাদের মধ্যে বিরোধও তৈরি হয়।

নিহতের বাবা মোহাম্মদ তাজউদ্দীন বলেন, “আমার ছেলে এসএসসি পাস করেছে। শিগগিরই বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। শনিবার বিকেলে সে পরিচিত এক মেয়ের ডাকে আগামসিলেনে যায়। পরে খবর পাই, তাকে বেঁধে মারধর করা হয়েছে। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।”

তিনি আরো বলেন, “আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি চাই।”

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

ঢাকা/বুলবুল/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়