ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিভিন্ন অপরাধে রাজধানীতে গ্রেপ্তার ১০

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৯, ২৭ অক্টোবর ২০২৫  
বিভিন্ন অপরাধে রাজধানীতে গ্রেপ্তার ১০

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা পুলিশ।

রবিবার (২৬ অক্টোবর) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয় বলে নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।

আরো পড়ুন:

তিনি বলেন, “অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় মোহাম্মদপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একাধিক মামলার আসামিসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।”

গ্রেপ্তারকৃতরা হলো—শ্রী হৃদয়, মাসুদ রানা, এম রহমান চৌধুরী, বুলু, নাসির, বেলাল, শামীম, সাইফুল, ফিরোজ ও ইমরান।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে কেউ নিয়মিত মামলার আসামি, আবার কেউ চুরি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা/মাকসুদ/সাইফ 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়