পুরুষদের গয়না জনপ্রিয়তা পাচ্ছে
লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

সুনীল শেঠী, গৌরব রায় চৌধুরী
ভারতীয় উপমহাদেশের পুরুষদের মধ্যে গয়না পরার চল ছিলো। আগেকার দিনে রাজা-বাদশারাও বিভিন্ন ধরণের গয়না পরতেন। পুরুষদের গয়না সংস্কৃতি ফিরিয়ে আনার জন্য কাজ করছেন বলিউড অভিনেতা সুনীল শেঠি। তার জুয়েলারি ব্র্যান্ড ‘মেটাম্যান’ তৈরি করছে আধুনিক সব জুয়েলারি।
মেটম্যান ব্যান্ডের গয়নাগুলো পুরুষদের জন্য বিশেষ ডিজাইনে করা হচ্ছে। পুরুষদের পছন্দের জুয়েলারির তালিকায় স্থান করে নিচ্ছে—ব্রেসলেট, চেইন, আংটি এবং কানের দুল। পিতল, স্টার্লিং সিলভার ও সোনার মতো ধাতু দিয়ে ডিজাইন করা হচ্ছে এসব গয়না। যা সব বয়সের পুরুষের জন্য উপযুক্ত। ফ্যাশন ধারণায় বদল এসেছে। প্রতিদিন বদলে যাচ্ছে ফ্যাশনের সংজ্ঞা। মেয়েদের লুক নিয়ে যেমন পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে তেমনই পুরুষেরাও নিজেদের লুক নিয়ে অনেক ধরনের পরীক্ষা করছেন।
সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে টলিউড অভিনেতা গৌরব রায়চৌধুরীর একটি ছবি পোস্ট করেছেন। যেখানে নায়কের পরনে একটি কালো পাঞ্জাবী। চোখে কাজল। গলায় দুইটি হার। ইদানীং অনেক অভিনেতা এবং পোশাকশিল্পীদের দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের গয়না পরতে।
গৌরব ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘‘ভারতীয় ইতিহাসে পুরুষদের কিন্তু গয়না পরার একটা ঐতিহ্য রয়েছে। রাজাদের আমলে তারা কিন্তু গয়না পরতেন। সময়ের সঙ্গে ট্রেন্ড তো বদলাবেই। এখন সেই সময়। এর জন্য শুধু আত্মবিশ্বাসের প্রয়োজন।”
মেট গালায় শাহরুখ খানের লুক
কিছুদিন আগে মেট গালার নীলগালিচায় শাহরুখ খানকে একাধিক গয়না পরে উপস্থিত হতে দেখা গেছে। এই অনুষ্ঠানে তিনি কৃষ্ণাঙ্গদের ব্ল্যাক ড্যান্ডিইজম থেকে অনুপ্রাণিত হেয়ে ভারতীয় ড্যান্ডিইজমের মিশ্রণ ঘটিয়েছিলেন। শাহরুখের গলায় ছিল বিভিন্ন ডিজাইনের হীরা, স্বর্ণ ও মুক্তার তৈরি প্রায় ১৫টি চেইন।
শাহরুখের এই লুক অনুপ্রাণিত হয়েছে প্রাচীন মোগল সম্রাটদের তৈরি নান্দনিক পোর্ট্রেট থেকে। রাজ্যাভিষেকের পর নিজেদের পোর্ট্রেট আঁকার সময় বিভিন্ন ধরনের জুয়েলারিতে সাজানো হতো মোগল সম্রাটদের।
ঢাকা/লিপি