ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

একাকীত্ব উপভোগ করতে চাইলে যা যা করতে পারেন

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৬, ১৮ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১০:৪৭, ১৮ ডিসেম্বর ২০২৫
একাকীত্ব উপভোগ করতে চাইলে যা যা করতে পারেন

ছবি: প্রতীকী

‘একাকীত্ব’ উপভোগ করতে চাইলে প্রথমেই ‘এই শব্দ’ নিয়ে আপনার ধারণায় ইতিবাচক পরিবর্তন আনা প্রয়োজন। তাহলে দেখবেন অনেক কিছু উপভোগ্য হয়ে উঠছে। এ হলো নিজেকে আবিষ্কার করার সুযোগ। তাই একাকীত্বকে চাপ না ভেবে প্রশান্তির উপায় হিসেবে দেখতে কয়েকটি বিষয়ে মনোযোগ দিতে পারেন।  

নিজের আগ্রহের কাজ খুঁজুন
ছবি আঁকা, গান শোনা, নতুন ভাষা শেখা বা কোনো যন্ত্র বাজানো—যেটা ভালো লাগে, তাতে মনোযোগ দিন।
 

আরো পড়ুন:

নতুন কিছু শিখুন
বই পড়ুন, আর্টিকেল পড়ুন বা অনলাইন কোর্স করুন। নিজের জন্য নতুন কিছু রান্না করুন অথবা পছন্দের খাবার খান। এটি নিজেকে ভালোবাসার একটি উপায়। 

একাকী ভ্রমণ
একা একা ছুটি কাটাতে যান। নিজেকে আবিষ্কার করার জন্য এটি দারুণ সুযোগ। আর  যদি কাজ ভালোবাসেন, তবে সেই দিকে মনোযোগ দিন। এটি আপনাকে ব্যস্ত রাখবে ও তৃপ্তি দেবে। 

নিজের কথা শুনুন
কোলাহল থেকে দূরে থেকে নিজের ভেতরের কথা শোনা, চিন্তা করা ও নিজেকে বোঝার চেষ্টা করুন। 

মূল কথা হলো একাকীত্ব মানে খারাপ থাকা নয়। এটি নিজেকে নতুন করে চেনার এবং বিকাশের একটি দারুণ সুযোগ। এই সময়টাকে ইতিবাচক কাজে লাগিয়ে আপনি নিজেকে আরও পরিপূর্ণ করতে পারেন। 

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়