ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ডিএফপি'র চলচ্চিত্র ও আলোকচিত্র প্রদর্শনী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৫, ১৫ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডিএফপি'র চলচ্চিত্র ও আলোকচিত্র প্রদর্শনী

মহান বিজয় দিবস-২০১৯ উপলক্ষ‌্যে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর তিন দিনব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে।

রোববার চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বিকেল সাড়ে তিনটায় নবনির্মত তথ্য ভবনের নিচতলায় আলোকচিত্র এবং তৃতীয় তলার মিলনায়তনে চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

চলচ্চিত্র প্রদর্শনীতে জহির রায়হানের ‘স্টপ জেনোসাইড’ ও ডিএফপি নির্মিত ‘স্বাধীনতা আমার স্বাধীনতা’ চলচ্চিত্র দুটি প্রদর্শন করা হবে।

এছাড়া ১৭ ডিসেম্বর একই স্থানে সকাল সাড়ে ১১টা ও সাড়ে তিনটায় ডিএফপি নির্মিত ‘আমাদের বঙ্গবন্ধু’, ‘স্বাধীনতা কী করে আমাদের হলো’, ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’ ও ‘আমাদের মুক্তিযুদ্ধ’ প্রদর্শন করা হবে।

১৮ ডিসেম্বর একই স্থানে সকাল সাড়ে ১১টা ও সাড়ে তিনটায় ‘এ স্টেট ইজ বর্ন’, ডিএফপি নির্র্মিত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র ‘একাত্তরে গণহত্য ও বধ্যভূমি’ এবং ডিএফপি নির্মিত ‘ওদের ক্ষমা নেই’ প্রদর্শন করা হবে।

আলোকচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।


ঢাকা/হাসান/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়