ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বুধবার থেকে ফের বাজারে আসছে মানবজমিন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৮, ৪ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
 বুধবার থেকে ফের বাজারে আসছে মানবজমিন

দৈনিক মানবজমিন পত্রিকা বুধবার থেকে আবার বাজারে আসছে।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে অফিসটির কার্যালয় লকডাউন থাকায় পত্রিকাটি ছাপা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।  তবে অনলাইন ভার্সন চালু ছিল।

সোমবার (৪ মে) রাতে পত্রিকাটির সাংবাদিক আল-আমিন এ প্রতিবেদককে বলেন, ৬ মে থেকে পত্রিকার  কাজ শুরু করবো।  সেক্ষেত্রে শিফট করে দিয়েছে কর্তৃপক্ষ। একেকদিন একেকজন কার্যালয়ে অফিস করবেন।  বাকিরা বাসায় থেকে তাদের পেশাগত কাজ করবেন।

এদিকে পত্রিকাটির অনলাইন ভার্সনে জানানো হয়, ২৭ মার্চ থেকে করোনাভাইরাস মোকাবিলায় পত্রিকা অফিস লকডাউন করা হয়।  সংবাদকর্মীরা প্রতিদিনের কাজ করলেও পত্রিকাটি ছাপা হতো না।  সম্পাদক মতিউর রহমানের সম্পাদনায় প্রকাশিত অফিসটিতে ইতোম্যে সামাজিক দূরত্ব এবং পর্যাপ্ত সুরক্ষার আওতায় আনা হয়েছে।

কাগজে আর পড়া যাবে না ‘মানবজমিন’

 

মাকসুদ/সাইফ

 

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়