ঢাকা     মঙ্গলবার   ১৪ মে ২০২৪ ||  বৈশাখ ৩১ ১৪৩১

মাল্টিমিডিয়া গণমাধ্যমে যুক্ত হচ্ছেন স্বদেশ রায়

সাইফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১০, ২৮ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাল্টিমিডিয়া গণমাধ্যমে যুক্ত হচ্ছেন স্বদেশ রায়

রাইজিংবিডি ডেস্ক : একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও কলামিস্ট স্বদেশ রায় মাল্টিমিডিয়া গণমাধ্যমে যুক্ত হচ্ছেন।

রোববার পনের বছরের চাকরিস্থল জনকণ্ঠ থেকে পদত্যাগ করেছেন তিনি। পত্রিকাটির নির্বাহী সম্পাদকের দায়িত্বে ছিলেন। পদত্যাগপত্র জমার বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন তিনি।

স্বদেশ রায় বলেন, ‘আমি চ্যালেঞ্জ পছন্দ করি। এখন নিউ মিডিয়ার সময়। আমি একটি মাল্টিমিডিয়া গণমাধ্যমের সঙ্গে যুক্ত হচ্ছি। যেখান থেকে টেলিভিশন, রেডিও, অনলাইন ও মুদ্রিত সংবাদপত্র প্রকাশিত হতে যাচ্ছে।’

স্বদেশ রায় ২০০৪ সালের মার্চে জনকণ্ঠ পত্রিকার সঙ্গে যুক্ত হন। এর আগে সচিত্র সন্ধানী, যায়যায়দিন, দৈনিক রূপালী, দৈনিক বাংলাবাজার পত্রিকায় কাজ করেন। ২০১৭ সালে একুশে পদক লাভ করেন তিনি।

স্বদেশ রায়ের জন্ম ১৯৬১ সালের ৫ জুন খুলনায়। তার ২২ টি বই প্রকাশিত হয়েছে।


রাইজিংবিডি/ঢাকা/২৮ জুলাই ২০১৯/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়