ঢাকা     বৃহস্পতিবার   ৩০ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ১৬ ১৪৩১

কত স্পিডে বাইক চালালে মাইলেজ কমে যায়?

মটো কর্নার ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০১, ১৮ নভেম্বর ২০২৩   আপডেট: ২১:২৫, ২৬ নভেম্বর ২০২৩
কত স্পিডে বাইক চালালে মাইলেজ কমে যায়?

মাইলেজ নিয়ে অধিকাংশ বাইকরাই দুশ্চিন্তায় ভোগেন। কমিউটার বা এন্ট্রি-লেভেলের বাইকের দারুণ মাইলেজ পাওয়া গেলেও গতির লোভে নির্ধারিত মাইলেজটুকু পাননা রাইডাররা। আবার বাইকের মাইলেজ সব জায়গায় এক পাওয়া যায় না। শহরের মধ্যে চালালে এক রকম মাইলেজ, হাইওয়েতে চালালে আরেকরকম।

সর্বোচ্চ মাইলেজ পাওয়ার জন্য প্রায় সব কোম্পানিই প্রতি ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার গড় গতি রাখার পরামর্শ দিয়ে থাকে। কারণ বাইকের গতি বেশি হলে মাইলেজ ধীরে ধীরে কমতে শুরু করে। তবে এর সঙ্গে আরও  কিছু বিষয়ে নজর দেওয়া প্রয়োজন। এগুলোর মধ্যে রয়েছে, বারবার ব্রেকিং এড়ানো, হঠাৎ অ্যাকসেলারেশন এড়ানো ইত্যাদি। পাশাপাশি ওভারস্পিডিং এড়াতে হবে। পাশের বাইকারই হুশ করে আপনার পাশ দিয়ে চলে গেলেও আপনি কোনোভাবেই ওভারটেকের চেষ্টা করবেন না। অর্থাৎ শান্তি, শান্তি, শান্তি।

গতির পাশাপাশি বাইকে অতিরিক্ত ওজন বহনের বিষয়টি নিয়েও ভাবতে হবে। বাইকের ওপর ওজন যতো চাপাবেন, ততই এর পারফরম্যান্স কমতে শুরু করবে। কারণ অতিরিক্ত ওজন ইঞ্জিনে অতিরিক্ত চাপ তৈরি করে। সেই চাপ পূরণ করতে তেল বেশি খরচ করে ইঞ্জিন। 

এই বিষয়গুলো মেনে চললে দিন শেষে মাইলেজ আপনি আশানুরূপই পাবেন। 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়