ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দেশের বাজারে এসপি ১৬০ লঞ্চ করলো হোন্ডা

মটো কর্নার ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৯, ১৩ জুলাই ২০২৪   আপডেট: ১৯:২৪, ১৩ জুলাই ২০২৪
দেশের বাজারে এসপি ১৬০ লঞ্চ করলো হোন্ডা

পিজিএম-এফআই প্রযুক্তি নিয়ে দেশের বাজারে নতুন এসপি ১৬০ মোটরসাইকেল বাজারে এনেছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড। শনিবার (১৩ জুলাই) রাজধানীর বিআইসিসি-তে নতুন এই বাইকটি লঞ্চ করা হয়।

এসপি ১৬০ মডেলে আছে  ১৬২ দশমিক ৭১ সিসি বিএস-সিক্স পিজিএম-এফআই ইঞ্জিন। সিঙ্গেল সিলিন্ডারের বাইকটি সর্বোচ্চ ১২ দশমিক ৯ হর্সপাওয়ার এবং ১৪ এনএম টর্ক তৈরি করতে পারে।  পাঁচ স্পিড গিয়ার রয়েছে বাইকে। ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি মিলবে ১২ লিটার। মোটরবাইকে রয়েছে টেলিস্কপিক ফর্ক এবং মনোশক সাসপেনশন। ব্রেকিংয়ের জন্য ডিস্ক ও ড্রাম ব্রেক এবং সিঙ্গেল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (এবিএএস) পাওয়া যাবে।

আরো পড়ুন:

বাইকে ফিচার্স রয়েছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল, ডিজিটাল ওডোমিটার, ডিজিটাল স্পিডোমিটার, গিয়ার ইন্ডিকেটর এবং এলইডি লাইটিং। মিটারে রয়েছে সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর, ব্যাটারি ভোল্টেজ, এবিএস ইন্ডিকেটর, অ্যাভারেজ মাইলেজ ইন্ডিকেটর, পিজিএম-এফআই ইন্ডিকেটর।

সিঙ্গেল ও ডবল ডিস্ক-এবিএস দুটি ভার্সনে বাইকটি পাওয়া যাবে। এর সিঙ্গেল ডিস্কের দাম ধরা হয়েছে ১ লাখ ৯৭ হাজার টাকা এবং  ডবল ডিস্ক-এবিএস ভার্সনের দাম ধরা হয়েছে ২ লাখ ২৫ হাজার টাকা।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়