ঢাকা     সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১ ১৪৩১

সন্ধ্যায় ফেসবুক লাইভে আসছেন মেয়র আনিসুল

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:২০, ১৪ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সন্ধ্যায় ফেসবুক লাইভে আসছেন মেয়র আনিসুল

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়রের দায়িত্ব নেওয়ার দুই বছর পূর্তিতে ফেসবুক লাইভে আসছেন মেয়র আনিসুল হক।

ডিএনসিসির অফিসিয়াল ফেসবুক পেজ ও নাগরিকদের প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত ‘আমরা ঢাকা’য় সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত সরাসরি ভিডিও সম্প্রচারে থাকবেন তিনি।

লাইভে এসে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নাগরিকদের মুখোমুখি হবেন আনিসুল হক।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মনজুর এ মাওলা বলেন, ‘লাইভে থেকে দায়িত্ব গ্রহণের দুই বছরের অভিজ্ঞতা নগরবাসীর সঙ্গে ভাগাভাগি করবেন মেয়র। পাশাপাশি নগর উন্নয়নে নাগরিকদের পরামর্শ, প্রত্যাশা, প্রশ্ন ও অভিযোগ শুনবেন ও জবাব দেবেন।’

২০১৫ সালের ৬ মে ঢাকা উত্তরের মেয়র হিসেবে শপথ নেন আনিসুল হক। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন ওই বছরের ১৪ মে।

এর আগে দায়িত্ব পালনের এক বছর পূর্তি উপলক্ষে ২০১৬ সালের ১২ মে ফেসবুক লাইভে এসেছিলেন আনিসুল হক। তখন তিনি বিভিন্ন নাগরিকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৪ মে ২০১৭/হাসান/সাইফুল

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়