ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ফেসবুকে চাকমা ভাষা

নাসিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৯, ১৬ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফেসবুকে চাকমা ভাষা

রাইজিংবিডি ডেস্ক: বাংলা ভাষার পর বিশ্বের সর্বাধিক জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্থান করে নিল চাকমা ভাষা।

সম্প্রতি বাংলাদেশের দ্বিতীয় ভাষা হিসেবে চাকমা ভাষাকে যুক্ত করে এ ঘোষণা দেয় ফেসবুক।

এইমুহুর্তে বাংলাদেশ, ভারত ও অন্যান্য দেশগুলো থেকে প্রায় ১০-১৫ লাখ চাকমা ভাষাভাষী ফেসবুক ব্যবহারকারী রয়েছেন বলে জানান, জ্যোতি চাকমা।

তিনি বিভূতি চাকমার সাথে প্রায় এক দশক ধরে চাকমা ভাষা নিয়ে ডিজিটাল প্লাটফর্মে কাজ করছেন নিরলস ভাবে।   

ফেসবুকের দেয়া এ স্বীকৃতি চাকমা সম্প্রদায়ের জন্যে বেশ আনন্দের খবর, বলেন জ্যোতি চাকমা।

তিনি আরো বলেন, “ফেসবুক সাম্প্রতিক এই আপডেট আমাদের জানায়নি। আমরা নিজেরাই এটা দেখতে পাই। গুগল ট্রান্সলেটে চাকমা ভাষা যুক্ত করার ব্যাপারেও আমরা কাজ করছি যাচ্ছি এখন”। 

রাইজিংবিডি/ঢাকা/আগস্ট ১৭, ২০১৯/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ