ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সানোফি বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩২, ১৯ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সানোফি বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি

ফরাসি বহুজাতিক ওষুধ কোম্পানি সানোফি বাংলাদেশে তাদের অফিস বন্ধের যে সিদ্ধান্ত নিয়েছে তা বাতিল করার দাবি জানিয়েছে প্রতিষ্ঠানটির শ্রমিক-কর্মচারী ইউনিয়ন।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এ দাবি জানায় সংগঠনটি। সংগঠনটির সভাপতি আব্দুর রাজ্জাকসহ শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তারা মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সানোফি বাংলাদেশ লিমিটেড লাভজনক শিল্পপ্রতিষ্ঠান। দেশি-বিদেশি চক্রান্তের কারণে এ লাভজনক প্রতিষ্ঠানটি বন্ধ বা বিক্রি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রতিষ্ঠানটি বন্ধ হলে প্রায় ১ হাজার শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা চাকরি হারাবেন। তাদের সাথে সম্পৃক্ত ৫ হাজার সদস্য ক্ষতিগ্রস্ত হয়ে মানবেতর জীবন যাপন করবেন। বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বড় ধরনের আঘাত সৃষ্টি হবে।

তারা অবিলম্বে এই প্রতিষ্ঠানটি বন্ধ বা বিক্রির সিদ্ধান্ত বাতিল করার দাবি জানান। না হলে আগামী ২১ অক্টোবর বিকেলে প্রতিষ্ঠানটির গেটে প্রতীকী অনশন করার কথা জানানো হয়।

 

ঢাকা/মামুন খান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ