ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ড: নিহত বেড়ে ১৩

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৭, ১২ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কেরানীগঞ্জে অগ্নিকাণ্ড: নিহত বেড়ে ১৩

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ‌্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে।

এছাড়া আরো ৮ জনকে নিবীড় পরিচর্চা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তাদের অবস্থা আশঙ্গাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে ঢামেক বার্ন ইউনিটের প্রধান ডা. সামন্ত লাল সেন রাইজিংবিডিকে বলেন, ‘রোগীদের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটেও চিকিৎসা দেওয়া হচ্ছে। মোট ১৮ জনের এখনও চিকিৎসা চলছে। তাদের অবস্থা আগামী ২৪ ঘণ্টা না গেলে বলা যাবে না। অনেকের খাদ্যনালীও পুড়ে গেছে। শরীর আগুনে পুড়ে ক্ষতও হয়ে গেছে।’

মারা যাওয়া ১৩ জন হলেন- বাবলু হোসেন, মো. সালাউদ্দিন, আব্দুল খালেক খলিফা, জিনারুল ইসলাম মোল্লা, জাহাঙ্গীর হোসেন, ইমরান হোসেন, মো. সুজন, মো. আলম, আব্দুর রাজ্জাক, রায়হান বিশ্বাস, ফয়সাল হোসেন, মেহেদী হোসেন, গুলজার হোসেন। তাদের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে কেরানীগঞ্জের চুনকুটিয়ায় প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় ভয়াবহ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট চেষ্টা চালিয়ে সন্ধ্যা পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।


ঢাকা/মাকসুদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ