ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টি বোর্ড পুনর্গঠন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৮, ৫ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টি বোর্ড পুনর্গঠন

খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করা হয়েছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক প্রজ্ঞাপনে এটি গঠন করা হয়। পুনর্গঠিত ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হয়েছেন পদাধিকারবলে ধর্ম প্রতিমন্ত্রী অ‌্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।

ট্রাস্টি বোর্ডের দুইজন সিনিয়র ভাইস চেয়ারম্যান হলেন- যথাক্রমে সাংসদ জুয়েল আরেং, সাংসদ অ‌্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার।

পদাধিকারবলে সদস্য হয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম। এছাড়া ৮ সদস্য বিশিষ্ট ট্রাস্টি বোর্ডের সদস্য হলেন- ড. নমিতা হালদার, এনডিসি (সাবেক সচিব) (ভাইস চেয়ারম্যান)-উত্তরা, ঢাকা; ড. বেনেডিক্ট আলো ডি রোজারিও, তেজগাঁও, ঢাকা; নির্মল রোজারিও, তেজগাঁও, ঢাকা; উপাধ্যক্ষ রেমন্ড আরেং, তেজগাঁও, ঢাকা; বাবু মার্কুস গমেজ, তেজগাঁও, ঢাকা; জেমস সুব্রত হাজরা, নিউ ইস্কাটন, ঢাকা; উইলিয়াম প্রলয় সমদ্দার, মিরপুর-১০, ঢাকা; মি. পিউস কস্তা, গ্রীনরোড, তেজগাঁও, ঢাকা।

প্রজ্ঞাপন অনুসারে ট্রাস্টি বোর্ডের মেয়াদকাল ২৬/০১/২০২০ তারিখ হতে তিন বছর পর্যন্ত বলবৎ থাকবে। মেয়াদ শেষ হবার পূর্বে সরকার কোন মনোনীত ট্রাস্টিকে কারণ দর্শানো ব্যতিরেকে তার দায়িত্ব হতে অব্যাহতি প্রদান করতে পারবে এবং কোন ট্রাস্টি ইচ্ছা করলে বোর্ডের চেয়ারম্যান বরাবর পদত্যাগপত্র পেশ করতে পারবেন।

 

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ