ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

গফরগাঁওয়ে কিশোরী ধর্ষণ ও হত্যার বিচার দাবি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৪, ২৮ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গফরগাঁওয়ে কিশোরী ধর্ষণ ও হত্যার বিচার দাবি

ফাইল ফটো

ময়মনসিংহের গফরগাঁওয়ে কিশোরী তাকমীনকে ধর্ষণ ও হত্যার বিচারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। ধর্ষক ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয় ফোরাম থেকে।

শনিবার (২৮ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান ফোরামটির কেন্দ্রীয় সভাপতি রওশন আরা রুশো এবং সাধারণ সম্পাদক শম্পা বসু ।

বিবৃতিতে বলা হয়েছে, ধর্ষক ও খুনিদের বয়স ১৮ বছর বলে পত্রিকার মাধ্যমে জানা গেছে। এটা ভীষণ উদ্বিগ্ন হওয়ার মতো বিষয় যে এই বয়সী ছেলেরা ধর্ষণ করে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে। কতখানি অসুস্থ ও বিকৃত মানসিকতা হলে এটা সম্ভব হয়েছে। সারাদেশে নারীদের নিরাপত্তা বলতে কিছু নেই। নারী ধর্ষণ ও হত্যার ঘটনার বিচার প্রায় হয় না বললেই চলে। পরিসংখ্যান মতে ১০০টি মামলায় মাত্র ৩টির বিচার হয়। এভাবে বিচারহীনতার রেওয়াজ, আইনের দীর্ঘসূত্রিতা, নারীর প্রতি সমাজের অধস্তন দৃষ্টিভঙ্গি, মাদক-পর্নোগ্রাফির বিস্তার নারী-শিশু নির্যাতন-ধর্ষণ-হত্যাকে প্রায় মহামারি পর্যায়ে নিয়ে এসেছে।

অবিলম্বে ধর্ষক-খুনিদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবি জানান তারা।


ঢাকা/মামুন/এসএম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ