ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

করোনায় ডেপুটি কমিশনারসহ ৩৫ জন আক্রান্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৫, ৩ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনায় ডেপুটি কমিশনারসহ ৩৫ জন আক্রান্ত

মহামারি করোনাভাইরাসে এখন পর্যন্ত রংপুর কাস্টমসের এক ডেপুটি কমিশনারসহ ৩৫ জন কাস্টমস-ভ্যাট কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত হয়েছেন।

সাধারণ ছুটি ও বর্তমান সময় বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনকালে তারা আক্রান্ত হয়েছেন বলে বুধবার (০৩ জুন) এনবিআর’র সিনিয়র তথ্য কর্মকর্তা সৈয়দ মু’মেন রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে একজন আছেন কম্পিউটার অপারেটর।  বাকিরা রাজস্ব কর্মকর্তা (আরও) এবং সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও)।

আক্রান্তদের মধ‌্যে একজন আজ মারা গেছেন। তিনি ছিলেন রাজস্ব কর্মকর্তা। এছাড়া বেশ কয়েকজন উপসর্গ নিয়ে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলে সংশ্লিষ্ট কাস্টম হাউস ও কমিশনারেট সূত্রে জানা গেছে।

আক্রান্তদের সার্বিক বিষয় জানতে চাইলে বিসিএস (কাস্টমস অ্যান্ড ভ্যাট) অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ মুসফিকুর রহমান রাইজিংবিডিকে বলেন, এখন পর্যন্ত ৩৫ জন আক্রান্ত হয়েছেন।  আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি।  আমাদের সংগঠনের পক্ষ থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখা ও সহযোগিতা দেওয়া হচ্ছে।

 

ঢাকা/এম এ রহমান/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়