ঢাকা     শুক্রবার   ০৩ মে ২০২৪ ||  বৈশাখ ২০ ১৪৩১

সুন্দরবনে যাচ্ছে টেলিটক

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:১৩, ৩০ মে ২০১৩   আপডেট: ০৮:৪৫, ১১ আগস্ট ২০২০
সুন্দরবনে যাচ্ছে টেলিটক

উদয় হাকিম
ঢাকা, ৩০ মে : সুন্দরবনে চালু হচ্ছে টেলিটকের নেটওয়ার্ক। জুন মাসের মধ্যেই শুরু হচ্ছে কার্যক্রম। আগামি মাসের মধ্যে অন্তত দুটি বেস স্টেশন দিয়ে শুরু হবে টেলিসেবা। এর এক মাসের মধ্যেই চালু হবে আরো দুটি বেস স্টেশন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলে ওই টেলিসেবা কার্যক্রমের উদ্বোধন করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সরকার নিয়ন্ত্রিত টেলিফোন সেবা সংস্থা টেলিটক। টেলিটকের ব্যবস্থপনা পরিচালক প্রকৌশলী মুজিবুর রহমান জানান, সুন্দরবনের হিরন পয়েন্ট, দুবলার চর, কটকা এবং আলোর কোল- এই চারটি পয়েন্টে টেলিটক বেস স্টেশনগুলো বসছে। পর্যায়ক্রমে স্টেশনের সংখ্যা বাড়ানো হবে।

তিনি রাইজিংবিডি’কে বলেন, ‘এর আগে দেশের পার্বত্য অঞ্চলে টেলিটক টেলিসেবা নিয়ে গেছে। এবার সুন্দরবনে যাচ্ছে। দুর্গম এলাকায় টেলিটকই সবার আগে পৌছে। আমাদের উদ্দেশ্য দেশের মানুষের নাগালে উন্নতমানের টেলি সেবা পৌছে দেয়া।’

২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের তিন পার্বত্য জেলায় (খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটি) টেলিটকের মোবাইল ফোন সেবা উদ্বোধন করেন। সেখানে রাষ্ট্রীয় এই ফোন কোম্পানির ১০০ বেস স্টেশন রয়েছে। বর্তমানে ওই এলাকায় টেলিটক মার্কেট লিডার হিসেবে সেবা দিচ্ছে।

জানা গেছে, কল চার্জ কমানো, আরো দ্রুতগতির ইন্টারনেট সেবা দেয়ার লক্ষে কাজ করছে টেলিটক। বিশেষ করে যেসব পকেটে নেটওয়ার্ক দুর্বলতা আছে সেগুলোও দ্রুত কাটিয়ে উঠার কাজ চলছে। একইসঙ্গে বিভাগ এবং জেলা সদরে টেলিটকের নেটওয়ার্ক আরো শক্তিশালী করণের কাজ চলছে।

উল্লেখ্য, পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট হিসেবে সুন্দরবন সবার কাছেই একটি দর্শনীয় স্থান। প্রতিবছর হাজার হাজর পর্যটক আসেন সুন্দরবনে। কিন্তু সেখানে কোনো টেলিযোগাযোগ বা মোবাইল ফোন সেবা না থাকায় সমস্যায় পড়তে হয় তাদের।

এছাড়া সুন্দরবনে বনদস্যু এবং জলদস্যুদের তৎপরতা লক্ষ্যনীয়। আশা করা হচ্ছে মোবাইল ফোন নেটওয়ার্ক চালু হলে সাধারন নাগরিক এবং পর্যটকদের জন্য আইনশৃঙ্খরা রক্ষা বাহিনীর সহায়তা চাওয়া সহজ হবে। বাড়তে পারে পর্যটক সংখ্যাও।

ট্যুর অপারেটর জয়নাল আবেদীন জানান, গহীন সুন্দরবনে কোনো মোবাইল অপারেটরেরই নেটওয়ার্ক নেই। টেলিটক যদি নেটওয়ার্ক চালু করে তাহলে পর্যটকরা সুন্দরবনকে আরও বেশি নিরাপদ মনে করবেন। সৌন্দর্য্য উপভোগের পাশাপাশি সুন্দরবনে বসেই তারা দেশ বিদেশের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
এতে করে সুন্দরবনে পর্যটক সংখ্যা বাড়বে বলে তিনি মনে করেন।

 

রাইজিংবিডি/ইউএইচ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়