ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শাহজালালে বৈদেশিক মুদ্রাসহ আটক ১

বাপ্পা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৮, ১৬ জানুয়ারি ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শাহজালালে বৈদেশিক মুদ্রাসহ আটক ১

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

নিজস্ব প্রতিবেদক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৈদেশিক মুদ্রাসহ মনির (২৯) নামে এক মালয়েশিয়ান যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

 

শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে তাকে আটক করা হয়।

 

কাস্টমস কর্তৃপক্ষের যুগ্ম কমিশনার কাজী মো. জিয়াউদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আজ রাত দশটার ফ্লাইটে মালিন্দো এয়ার লাইন্সের একটি ফ্লাইটে মনিরের মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। বিমানবন্দর বর্ডিং ব্রিজ এলাকায় তার চলাফেরা সন্দেহজনক মনে হলে কাস্টমস কর্তৃপক্ষ তাকে আটক করে তল্লাশি চালায়। এ সময় তার ব্যাগ থেকে ৫০ হাজার সৌদি রিয়াল ও ২০০ মার্কিন ডলার উদ্ধার করা হয়।

 

আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান যুগ্ম কমিশনার কাজী মো. জিয়াউদ্দিন।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৭ জানুয়ারি ২০১৫/বাপ্পা/সনি

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়