ঢাকা     শনিবার   ১৮ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

আজ নয়, বুধবার আসছে জায়ানের মরদেহ

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৩৯, ২৩ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আজ নয়, বুধবার আসছে জায়ানের মরদেহ

জ্যেষ্ঠ প্রতিবেদক : শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি  জায়ান চৌধুরীর মরদেহ আজ নয়, আগামীকাল বুধবার দেশে আনা হবে।

আগামীকাল দুপুর ১টায় জায়ানের মরদেহ ঢাকায় পৌঁছাবে।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার রা‌তে তিনি একথা জানান।

তিনি জানান, বুধবার বাদ আসর বনানী ক্লাব মাঠে জানাজার পর তাকে বনানী কবরস্থানে সমাহিত করা হবে।

মন্ত্রী তার আত্মার মাগ‌ফিরাত কামনা ক‌রে শোক সন্তপ্ত পরিবারের প্র‌তি গভীর সমবেদনা জানান।

তবে এর আগে শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন জানিয়েছেন, জায়ান চৌধুরীর মরদেহ মঙ্গলবার (২৩ এপ্রিল) দেশে আনা হবে।

শেখ সেলিমের মেয়ে শেখ আমেনা সুলতানা সোনিয়া তার স্বামী মশিউল হক চৌধুরী প্রিন্স ও দুই ছেলেকে নিয়ে শ্রীলঙ্কায় বেড়াতে যান। তারা উঠেছিলেন কলম্বোর পাঁচ তারকা একটি হোটেলে। রোববার সকালে ইস্টার সানডের প্রার্থনার মধ্যে শ্রীলঙ্কায় গির্জা ও হোটেলসহ মোট ৮টি স্থানে বোমা হামলা হয়। এ হামলায় নিহত হয় জায়ান চৌধুরী।



রাইজিংবিডি/ঢাকা/২৩ এপ্রিল ২০১৯/নঈমুদ্দীন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়