ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

‘রোটারিয়ানদের মতো সেবামূলক কাজে এগিয়ে আসতে হবে’

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৬, ৯ জানুয়ারি ২০২১   আপডেট: ০৮:১৬, ৯ জানুয়ারি ২০২১
‘রোটারিয়ানদের মতো সেবামূলক কাজে এগিয়ে আসতে হবে’

রোটারিয়ানদের মত সবাইকে সেবামূলক কাজে এগিয়ে আসার আহবান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।

শুক্রবার (৮ জানুয়ারি) যশোর পিটিআই অডিটোরিয়ামে রোটারি ক্লাব অব যশোরের ৪৭তম অভিষেক অনুষ্ঠান প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মানুষের সেবা করা ও ভালবাসা পাওয়া সৌভাগ্যের ব‍্যাপার। রোটারি ক্লাব বিশ্বব্যাপী মানুষের কল্যাণে কাজ করছে। তাদের আর্তমানবতায় সেবায় চালানো এই অভিযান আরো বেশি বিস্তৃত আকারে অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, রোটারি একটি আন্তর্জাতিক সেবাধর্মী সংগঠন। এ সংগঠনের মূলমন্ত্র হচ্ছে-নিঃস্বার্থে অন্যের সেবা করা। পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির মাধ্যমে বিশ্ব শান্তি স্থাপনের জন্যে রোটারিয়ানরা কাজ করে যাচ্ছেন। দিন দিন সেই পরিধি আরো বাড়ছে। করোনাকালেও বিভিন্নভাবে তারা মানবিকতার হাত বাড়িয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছে।

অভিষেক কমিটির চেয়ারম্যান পিপি জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে  অংশ নেন  রোটারি ক্লাব অব যশোরের আইপিডিজি খায়রুল আলম, এম এ ওয়াহাব, বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলার সাধারণ সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য্য। অনুষ্ঠানে যশোর, খুলনা কুষ্টিয়া, সাতক্ষীরা অঞ্চলের রোটারিয়ান ও ডিস্ট্রিক লিডারগণ উপস্থিত ছিলেন।

আসাদ/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়