ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

ধরা দিলেন মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৬, ১২ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৯:১০, ১২ ফেব্রুয়ারি ২০২১
ধরা দিলেন মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি

এ এফ এম ফয়জুল্লাহ

আদালতে এসে নিজেকে মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি দাবি করা এ এফ এম ফয়জুল্লাহ নামের সেই বৃদ্ধকে গ্রেপ্তার দেখিয়েছে রাজধানীর শাহবাগ থানা পুলিশ।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ রাইজিংবিডিকে বলেন, ‘ওই বৃদ্ধের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে। পরিচয় নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আসামিকে আদালতে হাজির করা হয়েছে।’

থানা সূত্রে জানা গেছে, মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধে এ এফ এম ফয়জুল্লাহর বিরুদ্ধে মামলা আছে। তিনি পলাতক ছিলেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক যুদ্ধপরাধ ট্রাইব্যুনালে ময়মনসিংহের নয়জনের বিরুদ্ধে রায় ঘোষণা করছিলেন আদালত। এ সময় এ এফ এম ফয়জুল্লাহ সেখানে এসে নিজেকে মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি দাবি করেন এবং আত্মসমর্পণের কথা বলেন। পুলিশ তাকে একটি কক্ষে নিয়ে যায়। পরে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ঢাকা/মাকসুদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়