ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বইমেলায় দর্শনার্থীর সংখ্যা কম

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১১, ১৯ মার্চ ২০২১   আপডেট: ১৫:২১, ১৯ মার্চ ২০২১
বইমেলায় দর্শনার্থীর সংখ্যা কম

অমর একুশে গ্রন্থমেলার দ্বিতীয় দিন আজ। প্রতিদিন বইমেলা বিকাল ৩টা থেকে শুরু হলেও শুক্রবার ছুটির দিন হওয়ায় সকাল ১১ টা থেকে মেলা শুরু হয়েছে।

মেলায় প্রবেশ পথে রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা।  মেলায় ‘নো মাস্ক নো এন্ট্রি’ কার্যকর রয়েছে। স্বাস্থ্যবিধি মেনেই পাঠকরা মেলায় প্রবেশ করছেন। 

আরো পড়ুন:

মেলা কর্তৃপক্ষ জানালেন, সাপ্তাহিক ছুটির দুইদিন- শুক্র ও শনিবার সকাল ১১টা থেকে ৯টা পর্যন্ত মেলা চলবে। তবে অন্যান্য দিন যথারীতি বিকাল ৩টা থেকেই মেলা শুরু হবে।

প্রতিবছরের মতো এবারের বই মেলায় তেমন জনসমাগম নেই।  দর্শনার্থীর সংখ্যা খুবই কম। হয়তোবা করোনা পরিস্থিতিই এর কারণ। তবে শিশুদের স্টলগুলোতে দর্শনার্থীদের সংখ্যা ছিল বেশি।

শিশুদের বইয়ের প্রকাশনা প্রতিষ্ঠান ‘পঙ্খিরাজ’ কর্ণধার দেওয়ান আজিজ এর সঙ্গে আলাপকালে তিনি জানান গতকাল (বৃহস্পতিবার) সামান্য কিছু বই বিক্রি করেছেন। গতকালের তুলনায় আজ পাঠকের সংখ্যা কিছুটা বেশি।

বাবার সঙ্গে মেলায় আসা শিশু রূপকথা রোজ জানালো, ‘মেলায় আসতে পেরে খুব ভালো লাগছে।  অনেকগুলো বই কিনেছি।’

মেলায় এসে উচ্ছ্বসিত রাজকন্যা রশ্মি বললো, ‘বাবার সঙ্গে মেলায় আসলাম। আমাদের খুব আনন্দ লাগছে।’

দর্শনার্থীদের জন্য সুখবর হচ্ছে- মেলায় জরুরি প্রয়োজনে পানি সরবরাহের ব্যবস্থা রাখা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন করেন। প্রতি বছর ফেব্রুয়ারির ১ তারিখ থেকে মাসব্যাপী বইমেলা শুরু হলেও করোনাভাইরাস পরিস্থিতির কারণে এবার বিলম্ব হয়েছে। 

ঢাকা/মনির/টিপু

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়