ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ঢাকা উত্তর সিটিতে ৯ কোরবানির হাট

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০১, ১৩ জুন ২০২১  
ঢাকা উত্তর সিটিতে ৯ কোরবানির হাট

ফাইল ছবি

আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৯টি অস্থায়ী গরু-ছাগলের হাট বসবে।

সোমবার (১৩ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, উত্তর সিটির জনসংযোগ কর্মকর্তা আবুল বাসার মুহাম্মদ তাজুল ইসলাম।

প্রস্তাবিত অস্থায়ী পশুর হাটগুলি যেসব এলাকায় বসবে:
উত্তরা ১৭ নম্বর সেক্টরের বৃন্দাবন থেকে উত্তর দিকে বিজিএমইএ পর্যন্ত খালি জায়গায়, ভাটারা সাইদ নগর, কাওলা শিয়ালডাঙ্গা সংলগ্ন খালি জায়গা, উত্তরখান মৈনারটেক শহিদ নগর হাউজিং প্রকল্পের খালি জায়গা, আফতাব নগর ইস্টার্ণ হাউজিং (ব্লক-ই, সেকশন-৩)-এর খালি জায়গা, মিরপুর (সেকশন-৬, ওয়ার্ড-৬) ইস্টার্ণ হাউজিংয়ের খালি জায়গা, উত্তরা ১৫ নম্বর সেক্টরের ১ নম্বর ব্রিজের পশ্চিমের অংশ এবং ২ নম্বর ব্রিজের পশ্চিমে গোলচত্বর পর্যন্ত সড়কের ফাঁকা জায়গা, মোহাম্মদপুর, বছিলার ৪০ ফুট কাঁচা রাস্তা সংলগ্ন রাজধানী হাউজিং, স্বপ্নধারা হাউজিং ও বছিলা গার্ডেন সিটির খালি জায়গা, উত্তর সিটির ৪৩ নম্বর ওয়ার্ডের আওতাধীন ৩০০ ফুট সড়ক সংলগ্ন সালাম স্টিল লিমিটেড ও যমুনা হাউজিং কোম্পানি এবং ব্যক্তিমালিকানাধীন খালি জায়গা।

/মেয়া/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়