ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের অনুরোধ স্বাস্থ্যমন্ত্রীর

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১২, ১৭ জুলাই ২০২১   আপডেট: ১৮:১২, ১৭ জুলাই ২০২১
স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের অনুরোধ স্বাস্থ্যমন্ত্রীর

স্বাস্থ‌্য ও পরিবার কল‌্যাণমন্ত্রী জাহিদ মালেক (ফাইল ফটো)

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। তাই, সবাইকে পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ‘সামনে কোরবানির ঈদ। এটি মুসলমানদের ধর্মীয় উৎসব। এর সঙ্গে অনেক পেশার মানুষদের জীবন-জীবিকার বিষয় জড়িত আছে। সবকিছু বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লকডাউন শিথিলের নির্দেশনা দিয়েছেন। আশা করছি, ঈদের এ কয়েকটা দিন সবাই স্বাস্থ্যবিধি মেনে চলব।’

আরো পড়ুন:

শনিবার (১৭ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলমের লেখা সার্জারি বিষয়ক ‘খুরশীদস ডিকোডিং সার্জারি’ বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী।

জাহিদ মালেক বলেন, ‘করোনা রোগীর চিকিৎসায় দেশ জুড়ে ১৫ হাজার শয্যা আছে। করোনা সংক্রমণ বাড়ায় এরইমধ্যে এসব শয্যা রোগীতে প্রায় পূর্ণ হয়েছে। ঈদের এই কয়েকটা দিনের মধ্যে আশা করব, সবাই সচেতন থাকবেন। তাতে অন্তত নতুন করে সংক্রমণের হার বাড়বে না। ঈদের পর সবাই স্বাস্থ্যবিধি মেনে সুস্থভাবে ঢাকায় ফিরবেন আশা করি।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনা রোগীদের চিকিৎসাসেবা দিতে দিতে চিকিৎসকরাও ক্লান্ত। প্রধানমন্ত্রী প্রতিদিন নির্দেশনা দিচ্ছেন। তার নির্দেশনায় নতুন আরও ৪ হাজার চিকিৎসক এবং ৪ হাজার নার্স নিয়োগ করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘সবাইকে মনে রাখতে হবে, শয্যা সংখ্যার চেয়ে করোনা রোগীর সংখ্যা যদি বেশি হয়, তখন তাদের সবাইকে চিকিৎসা দেওয়া সম্ভব হবে না। অনেকে আমাদের অনেকভাবে সমালোচনা করেন। এখন সমালোচনার সময় নয়। সমালোচনা না করে কীভাবে সংক্রমণ নিয়ন্ত্রণ করা যায়, সেই বিষয়ে সবাই মিলে কাজ করার সময় এখন। তা নিয়ে আমাদের কাজ করা উচিত।’

অনুষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা সচিব আলী নূর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেনসহ বিভিন্ন মেডিক্যাল কলেজের সার্জনরা অংশ নেন।

ঢাকা/মেসবাহ/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়