ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গ্যাস লিকেজের আগুনে পুড়লো পরিবার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৬, ৬ ডিসেম্বর ২০২১  
গ্যাস লিকেজের আগুনে পুড়লো পরিবার

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে ভর্তি করা হয়েছে।

সোমবার (৬ ডিসেম্বর) ভোরে ধ্রুবতারা ইউনিয়নের কুমার পাড়ার একটি বাসায় এ ঘটনা ঘটে।

আরো পড়ুন:

দগ্ধরা হলেন- মো. সুলাইমান (৪২), তার স্ত্রী রিমা আক্তার (৩১), তাদের দুই সন্তান মাহিদ (১৩) ও আরশ (৩)।  আগুনে তাদের শরীরের বেশিরভাগ অংশই পুড়ে গেছে। এর মধ্যে দুজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

দগ্ধদের স্বজনেরা জানান, একতলা বাড়িতে রান্নার কাজে সিলিন্ডারের এলপি গ্যাস ব্যবহার করা হয়। সিলিন্ডারের অথবা অন্যকোন লিকেজ থেকে গ্যাস নির্গত হয়ে ঘরে জমে ছিল। পরে আগুন জ্বালাতে গেলে সঙ্গে সঙ্গে পুরো ঘরের ভেতর আগুন জ্বলে ওঠে।  ঘরের ভেতরে থাকা ওই ৪ জনকে ফায়ার সার্ভিস ও আশপাশের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। 

ঢামেক হাসপাতালের ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া রাইজিংবিডিকে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, গ্যাস থেকে আগুনের ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে।

মাকসুদ/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়