ঢাকা     শুক্রবার   ০৩ মে ২০২৪ ||  বৈশাখ ২০ ১৪৩১

‘মাস্ক ছাড়া বাড়ির বাইরে যাওয়া যাবে না’

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৩, ৬ জানুয়ারি ২০২২  
‘মাস্ক ছাড়া বাড়ির বাইরে যাওয়া যাবে না’

সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম

মুখে মাস্ক না পরে বাড়ির বাইরে যাওয়া যাবে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেছেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মোবাইল কোর্ট এ নির্দেশনা পরিপালন নিশ্চিত করবে।’

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

আজ মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক হয়েছে। গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংশ্লিষ্ট মন্ত্রীরা বৈঠকে অংশ নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

মন্ত্রিপরিষদ সচিব আরও জানিয়েছেন, ১২ বছরের বেশি বয়সের শিক্ষার্থীদের অন্তত এক ডোজ টিকা নিয়ে স্কুল-কলেজে যেতে হবে।

আসাদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়