ঢাকা     বৃহস্পতিবার   ২৩ মার্চ ২০২৩ ||  চৈত্র ১০ ১৪২৯

স্কুল বাস চালুর বিষয়ে অভিভাবকদের সঙ্গে বসবে ডিএনসিসি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫১, ৬ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১৩:১৭, ৬ সেপ্টেম্বর ২০২২
স্কুল বাস চালুর বিষয়ে অভিভাবকদের সঙ্গে বসবে ডিএনসিসি

রাজধানীতে যানজট নিরসনের পাশাপাশি জ্বালানি সাশ্রয়ে শিক্ষার্থীদের জন্য স্কুল বাস সেবা চালু করার উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। 

কী উপায়ে এ বাস চালু করা যায়— তার রূপরেখা নির্ধারণে বুধবার (৭ সেপ্টেম্বর) গুলশানে নগর ভবনে কয়েকটি স্কুল কর্তৃপক্ষ এবং অভিভাবকদের মেয়রের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। 

নগর ভবনের এই সভায় প্রাথমিকভাবে স্কলাসটিকা, বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল, চিটাগাং গ্রামার স্কুল ও স্যার জন উইলসন স্কুল কর্তৃপক্ষকে তাদের প্রত্যেক স্কুল থেকে ২০ জন করে অভিভাবকসহ নগর ভবনের এই সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। 

এ বৈঠকের বিষয়ে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা বলেন, আগামীকাল কয়েকটি বেসরকারি স্কুল কর্তৃপক্ষ, সেসব স্কুলের শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বৈঠকের মুল অ্যাজেন্ডা হচ্ছে— কীভাবে শিক্ষার্থীদের জন্য স্কুল বাস চালু করা যায়। সবার সঙ্গে আলোচনা শেষে এই বিষয়ে একটি রূপরেখা তৈরি করা হবে।

ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম এই সভায় সভাপতিত্ব করবেন বলে জানা গেছে। স্কুল বাস চালুর বিষয়ে গত ৫ সেপ্টেম্বর মেয়র বলেছিলেন, ঢাকা শহরের স্কুলগুলোতে বিশেষ করে ইংলিশ মিডিয়াম স্কুলের সামনে শত শত গাড়ি থাকে। একজন শিক্ষার্থীকে স্কুলে একটি গাড়ি নিয়ে আসে। যার কারণে শহরে যানজট এবং পরিবেশ দূষণ হয়। তাই পরিবেশ রক্ষা ও যানজট কমাতে স্কুল বাস চালু করতে হবে।

ঢাকা/মেসবাহ য়াযাদ/ইভা

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়