ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডেমরায় বাসের ধাক্কায় লেগুনাচালক নিহত

মেডিক‌্যাল প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪১, ১৩ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১২:৪২, ১৩ সেপ্টেম্বর ২০২২
ডেমরায় বাসের ধাক্কায় লেগুনাচালক নিহত

রাজধানীর ডেমরায় বাসের ধাক্কায় রাজীব (৩৩) নামে এক লেগুনাচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন লেগুনার সাত যাত্রী।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে বাঁশেরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

আরো পড়ুন:

আহতরা হলেন  মো. সাগর হোসেন (১৮), আবুল বাশার (৪০), শান্ত আহমেদ (১৯), আব্দুল গনি (৪৪), মো. হৃদয় (২৮), হাসান আলী (৪০), আব্দুল বাতেন (৪৪)।

লেগুনা যাত্রী মো. হৃদয় হোসেন ও আব্দুল বাতেন বলেন, যাত্রাবাড়ী থেকে একটি লেগুনা বরপা যাচ্ছিলো। বাঁশেরপুল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস লেগুনাটিকে ধাক্কা দেয়। এতে আট জন আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাজীবকে মৃত ঘোষণা করেন।  

ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তাজুল ইসলাম জানান, ডেমরা-যাত্রাবাড়ী রোডের বাঁশেরপুল এলাকায় রাস্তায় একটি বাস দাঁড় করিয়ে যাত্রী নামাচ্ছিলো। ওই বাসটিকে অতিক্রম করার সময় আসিয়ান পরিবহনের একটি বাস সামনে দিক থেকে আসা লেগুনাটিকে ধাক্কা দেয়। এতে এ দুর্ঘটনা ঘটে। বাস ও লেগুনা জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও হেল্পার পালিয়ে গেছে।

ঢাকা/বুলবুল/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়