ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ছয় আসনে উপ-নির্বাচনের ভোট চলছে

নিউজ ডেস্ক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪২, ১ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ১১:৩৯, ১ ফেব্রুয়ারি ২০২৩
ছয় আসনে উপ-নির্বাচনের ভোট চলছে

বিএনপির সংসদ সদস‌্যদের পদত্যাগে শূন্য হওয়া ৬টি সংসদীয় আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে।

বুধবার (১ ফেব্রুয়ারি)সকাল সাড়ে ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।  সব কয়টি আসনে ভোট হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

আরো পড়ুন:

এই ছয় আসনের মধ‌্যে সকলের নজর রয়েছে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে। এই আসন থেকে পদত্যাগ করা বিএনপির সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। এই আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগ কোনো প্রার্থী দেয়নি। স্থানীয় আওয়ামী লীগ উকিল সাত্তারকে প্রকাশ্য সমর্থন দিয়েছে। এদিকে, এ আসনের উপ-নির্বাচনে প্রার্থী আবু আসিফ আহমেদ নিখোঁজ। পরিবারের সদস্যরা বলছেন, শুক্রবার রাত থেকে তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না তারা।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ার প্রার্থী ‘আত্মগোপন’ করেছেন: ইসি আনিছুর 

উপ-নির্বাচনে অনেকের নজর রয়েছে স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের দিকে। তিনি বগুড়া-৬(সদর) ও ৪ (কাহালু-নন্দীগ্রাম) দুটি আসনেই উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রথমে রিটার্নিং অফিসার ও পরে নির্বাচন কমিশন তার দুটি আসনের প্রার্থিতা বাতিল করলেও উচ্চ আদালতের আদেশে তিনি প্রার্থিতা ফিরে পেয়েছেন।

ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪ ও ৬, চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩ এবং ব্রাহ্মণবাড়িয়া-২ এই ৬টি আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৮৬৭টি। ভোটকক্ষ ৫ হাজার ৮৯৮টি। মোট ভোটার ২২ লাখ ৫৪ হাজার ২১৭ জন। ৬টি আসনে মোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ মাত্র তিনটি আসনে প্রার্থী দিয়েছে।

ঢাকা/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়