ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বঙ্গভবনে নতুন মন্ত্রীদের আপ্যায়নে যা থাকছে

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৬, ১১ জানুয়ারি ২০২৪  
বঙ্গভবনে নতুন মন্ত্রীদের আপ্যায়নে যা থাকছে

বঙ্গভবন (ফাইল ফটো)

নতুন মন্ত্রীদের আপ্যায়নে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) নানা বাহারি খাবারের আয়োজনে রেখেছে বঙ্গভবন।

এদিকে, বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আরো পড়ুন:

রাষ্ট্রপতি কার্যালয়ের খাবারের মেন্যু লিস্ট থেকে জানা যায়, বরাবরের মতো এবারও আনা হয়েছে খাবারের বৈচিত্র্য।

পড়ুন: নতুন মন্ত্রিসভায় থাকছেন যারা

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, নতুন মন্ত্রীদের আপ্যায়নে নানা রকম খাবারের ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, মাংস ও সবজি জাতীয় খাবারে প্রাধান্য দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন ফলেরও ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও বলেন, খাবারের হিসেবে দেওয়া হবে মাটন শিক কাবাব, চিকেন সাসলিক, ভেটকি মাছের ফিস ফিঙ্গার। এছাড়া বয়েল্ড ভেজিটেবলসের সঙ্গে দেওয়া হবে মাশরুম, পনির সমুচা ও স্পাই।

জয়নাল আবেদীন আরও বলেন, মিষ্টি মুখ করতে পরিবেশন করা হবে পাটিসাপটা পিঠার পাশাপাশি মিষ্টি-বাকলাবা। এছাড়া কমলা, আপেল, আঙ্গুর দিয়ে সাজানো ফলে বাস্কেটও থাকবে সন্ধ্যার আপ্যায়নে।

পড়ুন: নতুন মন্ত্রিসভার চমক, বাদ পড়লেন বিতর্কিতরা

তিনি বলেন, বঙ্গভবনের সবুজ লনে সাজানো শামিয়ানার নিচে চা আর কফিতে জমবে শেষ সময়ের আড্ডা আর খোশগল্প।

এদিকে ,নতুন সরকারের মন্ত্রিসভায় শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন ৩৬ জন।

সূত্র: ইউএনবি

/সাইফ/

সর্বশেষ

পাঠকপ্রিয়