ঢাকা     রোববার   ২৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৫ ১৪৩১

হানিফ ফ্লাইওভারে দুর্ঘটনায় অটোরিকশাচালক নিহত

প্রকাশিত: ১২:৪৫, ২১ মার্চ ২০২৪  
হানিফ ফ্লাইওভারে দুর্ঘটনায় অটোরিকশাচালক নিহত

রাজধানীর ওয়ারীতে হানিফ ফ্লাইওভারে দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। 

বুধবার (২০ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মো. সাদ্দাম হোসেন আরিফ জানান, ওয়ারী থানা সংলগ্ন মেয়র হানিফ ফ্লাইওভারের কোনো একটি গাড়ি ওই সিএনজি অটোরিকশাটিতে ধাক্কা দেয়। এতে দুমড়ে যায় অটোরিকশাটি। গুরুতর আহত হন চালক। তখন পথচারীরা তাকে হাসপাতলে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। এই ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা হয়েছে।

পথচারী মোহাম্মদ সৌরভ বলেন, রাতে ওয়ারীর হানিফ ফ্লাইওভারের ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখলাম দ্রুতগামী একটি গাড়ি অটোরিকশাকে ধাক্কা দেয়। কিন্তু কোনো গাড়ি সিএনজিকে ধাক্কা দেয় সেটা লক্ষ্য করতে পারিনি। পরে সিএনজিচালককে উদ্ধার ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়