ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নিজামীকে নিয়ে ফেসবুক ব্লগপাড়ায় আলোড়ন!

হাশেম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৯, ২৪ জুন ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নিজামীকে নিয়ে ফেসবুক ব্লগপাড়ায় আলোড়ন!

মতিউর রহমান নিজামী ও ফেসবুকের লোগো

লোকমান বিন নূর হাশেম: মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর রায় ঘোষণাকে কেন্দ্র করে আবারো সরব হয়ে উঠেছে ফেসবুক এবং ব্লগপাড়া।

মঙ্গলবার রায় ঘোষনার কথা থাকলেও সোমবার থেকেই নিজামীকে নিয়ে মেতে উঠে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো। নিজামীর পক্ষ এবং বিপক্ষের  মধ্য চলতছ তুমুল তর্ক বিতর্ক।  সামহোয়ারইন ব্লগে নাঈম নামের এক ব্লগার তার পোস্টে লিখেছেন ‘আর কিছুক্ষণ পরই ঘোষিত হতে যাচ্ছে কুখ্যাত রাজাকার মতিউর রহমান নিজামীর যুদ্ধাপরাধ মামলার রায়। সমগ্র জাতি  গভীর আগ্রহে অপেক্ষা করছে এই রায়ের জন্য।’
 
নাঈমের এই পোস্টের কমেন্টে ‘মাইরালা’ নামের এক ব্লগার লিখিছেন ‘এগুলো সব ভুয়া কথা। নিজামি আসলেই অপরাধী হলে বাংলাদেশে থাকার মত কলিজা তার থাকত না। একটা মৃত্যুপথযাত্রি মানুষকে নিয়ে কটাক্ষ করা শাহবাগিদের স্বভাবগত অভ্যাস। যারা নিজামির এই কষ্টে আনন্দ পাচ্ছে তাদের বলছি,এক নিজামি মরলেই আদর্শের মৃত্যু হয় না। আদর্শ কখনও মরে না। আমরা হাজার হাজার নিজামি ছড়িয়ে থাকব বাংলার আনাচে কানাচে, আমরাও মৃত্যুর আগ পর্যন্ত আমাদের কাজ করে যাব। পারলে ঠেকান।’

ডা: ইমরান এইচ সরকার তার ফেসবুক পেইজে লিখেছেন,‘মানবতাবিরোধী অপরাধী, গণহত্যার মুল হোতা, কুখ্যাত রাজাকার মতিউর রহমান নিজামীর বিচারের রায় ২৪ জুন, মঙ্গলবার। প্রত্যাশা করছি এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং আক্রান্ত ৩০ লক্ষ শহিদ ও আড়াই লক্ষ নির্যাতিতা মা-বোনের প্রতিনিধি বাংলাদেশের জনগণ সঠিক বিচার পাবেন।’
 
অপর দিকে ‘গণ-অভ্যুত্থানের অগ্নিবীণা’ নামের এক ফেসবুক ইউজার স্ট্যাটাস দিয়েছেন ‘মাওলানা নিজামী সাহেবের রায় হবে হবে করে হচ্ছে না। কি হেকমত সেখানে আছে আল্লাহই ভালো জানেন। আমি কিন্তু এই ট্রাইব্যুনাল থেকে কখনো সঠিক রায় আশা করি না। আগেও করিনি। কারণ, আমি জানি এটা বলদ গরু, সো বলদের পক্ষে কখনো দুধ দেওয়া সম্ভব না।’

নিজামীর রায় স্থগিত নিয়েও চলছে পাল্টাপাল্টি অভিযোগ। টুডে ব্লগে পুষ্পিতা নামের এক ব্লগার তার পোস্টে লিখেছেন ‘হাসিনা আবারও দিশেহারা, নিজামীর রায় ঘোষণা স্থগিত! কারণ হিসেবে দেখিয়েছে নিজামীর অসুস্থতা! আহারে নিজামীর প্রতি কত দরদ! সাঈদী সাহেবকে চরম অসুস্থতার সময়ও ট্রাইব্যুনালে হাজির করা থেকে বিরত থাকেনি আওয়ামী লীগ। এভাবে জামায়াতের কোনো নেতাকেই অসুস্থতার জন্য রেহাই দেয়া হয়নি। আজ অজানা অসুস্থতার জন্য স্বয়ং আওয়ামী লীগ নিজামীকে ট্রাইব্যুনালে হাজির করা থেকে বিরত থেকেছে?! কি আজব! আওয়ামী লীগের এসব কর্মকান্ড আবারও প্রমান করছে আসলে এসব কোন বিচার নয়, বিচার নামের নাটক এবং এসব নাটক মঞ্চস্থ করা হচ্ছে রাজনৈতিক কারণে।’

পুষ্পিতার এই পোস্টে `ফেরারী মন` নামের এক ব্লগার কমেন্টে লিখেছেন ‘ষড়যন্ত্রকারীরা সবকিছুতেই ষড়যন্ত্র দেখে। অসুস্থ নিজামীকে কোর্টে হাজির করে মারা গেলে জামাতিরা বলবে যে তাকে বিচারের আগেই হত্যা করা হয়েছে। ভুল করলে যে ভুলের মাশুল গুণতে হয় অন্তত বুড়ো বয়সে নিজামী- সাঈদীরা বুঝতে পারছেন।

 

রাইজিংবিডি/সৌদি/২৪জুন/হাশেম/সন্তোষ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়