ঢাকা     বৃহস্পতিবার   ১২ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৭ ১৪৩১

আইন উপদেষ্টা

সিএসএ বাতিল হলে স্পিচ অফেন্স-সম্পর্কিত মামলা রহিত হবে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩২, ৮ নভেম্বর ২০২৪   আপডেট: ২৩:০০, ৮ নভেম্বর ২০২৪
সিএসএ বাতিল হলে স্পিচ অফেন্স-সম্পর্কিত মামলা রহিত হবে

ঢাকা ক্লাবে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে আইন উপদেষ্টাসহ অন্য অতিথিরা

আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ইতোপূর্বে দেওয়া ঘোষণা অনুযায়ী সাইবার নিরাপত্তা আইন (সিএসএ) বাতিল করা হচ্ছে। আইনটি যখন বাতিল করা হবে, তখন স্পিচ অফেন্স-সম্পর্কিত সমস্ত হয়রানিমূলক মামলা (মুক্তমত প্রকাশের কারণে মামলা) রহিত হয়ে যাবে।

শুক্রবার (৮ নভেম্বর) ঢাকা ক্লাবে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল ব‌লেন, যারা সাংবাদিক, মুক্ত মনের মানুষ, ভিন্ন মতের মানুষ, তাদের বক্তব্যের জন্য, তাদের যে কোনো ধরনের মতামত প্রকাশের জন্য যেসব মামলা দায়ের করা হয়েছিল, সেগুলো রহিত হয়ে যাবে। তবে, কম্পিউটার অফেন্স বা কম্পিউটার হ্যাকিং-সম্পর্কিত  মামলাগুলোর বিচার অব্যাহত থাকবে। 

তি‌নি বলেন, বর্তমান সরকার প্রচণ্ডভাবে সাংবাদিকবান্ধব থাকার চেষ্টা করছে। আমাদের সরকারের পক্ষ থেকে কোনো সাংবাদিকের বিরুদ্ধে কোনো হয়রানিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। কোনো সাংবাদিকের বিরুদ্ধে আমাদের সরকার বা পুলিশ কোনো হয়রানিমূলক মামলা করেনি।

আসিফ নজরুল বলেন, ‘সবারই মনে রাখা উচিত, আমাদের পেশাগত পরিচয়ের বাইরে যেন কোনো কিছু না হয়ে যায়।’ 

‘আপনারা কেউ বদিকে রাজনীতিক বলেন? বলেন না তো? তাকে ইয়াবা ব্যবসায়ী বলেন। সে যতই রাজনীতি করুক,’ যোগ ক‌রেন আইন উপ‌দেষ্টা।

সত্যিকারের পেশাজীবী সাংবাদিকদের নেতৃত্বে আনার পরামর্শ দিয়ে উপদেষ্টা বলেন, একজন সাংবাদিক, সে যতই সাংবাদিকতা করুক, সে যদি গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, অবৈধ নির্বাচন, বাংলাদেশকে লুট করা, বাংলাদেশকে প্রতিবেশী রাষ্ট্রের পদাবনত করে রাখাকে অব্যাহতভাবে প্রকাশ্যে সমর্থন করে; একটি ফ্যাসিস্ট সরকারকে যদি প্রকাশ্যে সমর্থন করে, তাকে কি আপনারা সাংবাদিক বলবেন? না অন্য কিছু বলবেন, চিন্তা করে দেখবেন।

তিনি আরও বলেন, বহু সাংবাদিক আছেন, যারা ফ্যাসিস্ট সরকারের পদলেহী হননি। তারা সত্য ও ন্যায়ের পথে ছিলেন।

ডিআরইউর সভাপতি সৈয়দ শুকুর আলী শুভর সভাপতিত্বে অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান, ডিআরইউ-দেশ টিভি বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডের জুরি বোর্ডের চেয়ারম্যান এম শফিকুল করিম, ডিআরইউর সাধারণ সম্পাদক মহি উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনা অনুষ্ঠান শেষে পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট, সনদপত্র, চেক ও রেপ্লিকা তুলে দেওয়া হয়।

নঈমুদ্দীন/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়