ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

প্রকাশিত: ১২:২৮, ২২ ফেব্রুয়ারি ২০২৫  
হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

রাজধানীর হাতিরঝিলের মহানগর প্রজেক্ট আবাসিক এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় রাইয়ান জাবির (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় তার বন্ধু মুশফিক (১৭) আহত হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে দুর্ঘটনার শিকার হয় রাইয়ান ও মুশফিক। পথচারীরা তাদের উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে যানে। পরে বন্ধুরা খবর পেয়ে রাইয়ানকে মুগদা হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। শুক্রবার রাতে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রাইয়ান।

নিহতের বন্ধু সাব্বির হোসেন জানিয়েছে, বিকেলে মুশফিক ও রাইয়ান মোটরসাইকেল নিয়ে হাতিরঝিলে ঘুরতে বের হয়। সেখানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আহত হয় তারা। পথচারীরা তাদেরকে মুগদা হাসপাতালে নিয়ে যান। আমরা খবর পেয়ে গুরুতর আহত রাইয়ানকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

সাব্বির হোসেন জানায়, রাইয়ানের বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার হাজীপাড়া গ্রামে। সে রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকায় পরিবারের সঙ্গে থাকত। তার বাবার নাম রেজাউল করিম। রাইয়ান বনশ্রী মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। 

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানিয়েছেন, রাইয়ানের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

ঢাকা/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়