ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা ভাতা’ দিয়ে প্রজ্ঞাপন জারি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৮, ৩ জুন ২০২৫   আপডেট: ১৫:১৫, ৩ জুন ২০২৫
সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা ভাতা’ দিয়ে প্রজ্ঞাপন জারি

সরকারি চাকরিজীবীদের জন্য ‘বিশেষ সুবিধা ভাতা’ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রনালয়। এ প্রজ্ঞাপনের আওতায় ১০ থেকে ২০ গ্রেডের কর্মকর্তাদের জন্য ১৫ শতাংশ এবং ১ থেকে ৯ গ্রেডের কর্মকর্তারা পাবেন ১০ শতাংশ হারে ভাতা পাবেন।

মঙ্গলবার (৩ জুন) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেছেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব দিলরুবা শাহীনা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ১৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় বেতনস্কেলের আওতাভুক্ত সরকারি-বেসামরিক, স্বশাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী এবং পুনঃস্থাপনকৃত পেনশনাররাসহ পেনশনভোগী ব্যক্তিদের জন্য ১ জুলাই ২০২৫ তারিখ থেকে বেতনগ্রেড ভেদে (গ্রেড ১ এবং তদূর্ধ্ব থেকে গ্রেড ৯ পর্যন্ত) ১০ শতাংশ এবং (গ্রেড ১০ থেকে গ্রেড ২০ পর্যন্ত) ১৫ শতাংশ হারে ‘বিশেষ সুবিধা’ প্রদান করা হলো। এ ‘বিশেষ সুবিধা’ চাকরিরতদের ক্ষেত্রে ন্যূনতম ১০০০ টাকা এবং পেনশন ভোগীদের ক্ষেত্রে ন্যূনতম ৫০০ টাকা হারে প্রদেয় হবে।

ঢাকা/হাসান/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়